সুয়ারেজকে ছেড়ে দেওয়ায় বার্সার প্রতি ক্ষোভ ঝাড়লেন মেসি

সুয়ারেজকে ছেড়ে দেওয়ায় বার্সার প্রতি ক্ষোভ ঝাড়লেন মেসি

সুয়ারেজ-মেসি। ফাইল ছবি।

চোখের জলে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর) বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। আর এই ঘটনা আরও একবার নাড়িয়ে দিয়েছে লিওনেল মেসিকে। গত ছয় মৌসুম তাঁর বিশ্বস্ত ছায়াসঙ্গীকে হারিয়ে ক্লাবের প্রতি ফের একবার তিরস্কার ছুঁড়ে দিলেন লিওনেল মেসি।

ঊরুগুয়ে স্ট্রাইকার কাতালোনিয়া ক্লাব ছেড়ে চলে যাওয়ায় ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দিয়ে তাঁর প্রতি দুঃখপ্রকাশ করেছেন লিওনেল মেসি। শুধু দুঃখপ্রকাশ করাই নয়। কেন সুয়ারেজকে অ্যাটলেটিকোর হাতে তুলে দিল ক্লাব, ভেবে না পেয়ে ক্ষোভ ঝাড়লেন ফুটবল জাদুকর। ইনস্টাগ্রাম পোস্টে লিও লিখেছেন, ‘তোমাকে অন্য ক্লাবের জার্সি গায়ে দেখে অবাক হব। আরও বেশি অবাক লাগবে যখন আসন্ন মৌসুমে তোমার প্রতিপক্ষ হিসেবে খেলতে নামব।’

মেসি সুয়ারজের জন্য আরও লেখেন, ‘তুমি যে মানের ফুটবলার তাতে তোমার আরও ভালো বিদায় প্রাপ্য ছিল। তুমি দলের জন্য এবং নিজের জন্য এই ক্লাবকে যা দিয়েছো তাতে তুমি ক্লাবের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার সন্দেহ নেই। কিন্তু ওরা তোমাকে প্রাপ্য সম্মানটা দিল না। কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও কিছু আমাকে আর অবাক করে না।’

উল্লেখ্য, গত মৌসুমের শেষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ২-৮ গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনায় শুরু হয় পুনর্গঠন প্রক্রিয়া। অনেকের সঙ্গে লুইস সুয়ারেজকে বাতিলের খাতায় ফেলে দেন। বুধবার ঊরুগুয়ে স্ট্রাইকারের অ্যাটলেটিকোয় যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয় বার্সেলোনার পক্ষ থেকে।