মাহবুবে আলমের জানাজা দুপুর ১২টায়

মাহবুবে আলমের জানাজা দুপুর ১২টায়

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজার  আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে  অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।  

 সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ (সোমবার) সকাল সাড়ে ৮টায় মাহবুবে আলমের মরদেহ সিএমএইচ থেকে বেইলি রোডের অ্যার্টনি জেনারেলের সরকারি বাসভবনে আনা হয়। সেখান থেকে বেলা ১১টার সময় শ্রদ্ধা নিবেদনের  জন্য তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেয়া হবে।   দুুপুর ১২টায় তার জানাজা শেষে বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে। 

মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং বিভিন্ন ব্যক্তি গভীর শোক জানিয়েছেন।