সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচন ১২ নভেম্বর

সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচন ১২ নভেম্বর

ফাইল ছবি

সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচনে ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করে এসব কথা জানান। 

তিনি জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।

উলেক্ষ্য যে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এবং সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসন দুটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় বলা হয়েছে- সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে নির্বাচন কমিশনারের মতে কোনো দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে