সৌদি সাংবাদিক হত্যার বিচারের মান নিয়ে প্রশ্ন জাতিসংঘের

সৌদি সাংবাদিক হত্যার বিচারের মান নিয়ে প্রশ্ন জাতিসংঘের

জামাল খাশোগি

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১১ জনের বিচারিক কার্যক্রমের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ।

একইসঙ্গে পর্যবেক্ষকদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে জড়িতদের বিচারকার্য পরিচালনার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিচারবহির্ভুত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষদূত অ্যাগনেজ ক্যাল্লামার্ড।

সৌদি আরবের বর্তমান বিচারিক প্রক্রিয়ায় সন্দেহভাজনদের বিচার করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। গেলো নভেম্বরে সন্দেহভাজন হিসেবে ১১ ব্যক্তিকে আটক করে সৌদি প্রশাসন। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 

মার্কিন গোয়েন্দা সংস্থা সি.আই.এ খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করলেও রিয়াদ তা অস্বীকার করে আসছে। এর আগে, দোসরা অক্টোবর সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।