ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নাজ পরিবহন থেকে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করে ময়মনসিংহ কাস্টমস।

ময়মনসিংহে নকল ব্র্যান্ডরোলযুক্ত আখিঁ বিড়ি জব্দ করেছে ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ শহরে একটি বাস থেকে এসব নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়।  

জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাজ পরিবহনে নকল বিড়ি আসছে এমন সংবাদ পায় ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। পরে ময়মনসিংহ শহর থেকে নাজ পরিবহনের বাসটি তল্লাসি করা হয়। এসময় নকল ব্যান্ডরোল যুক্ত তারা বিড়ি উদ্ধার করা হয়। এর সাথে জড়িত একজনকে আটক করেছে ভ্যাট বিভাগ।

ময়মনসিংহ কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট বিভাগ জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া থেকে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ময়মনসিংহে আনা হয়। এসব বিড়ি কিশোরগঞ্জের হাওর এলাকায় নেওয়ার জন্য আনা হচ্ছিল। খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা নকল ব্যান্ডরোলযুুক্ত বিড়ি জব্দ করে।  এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রত্তুতি নেওয়া হচ্ছে। 

সম্প্রতি একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি পরিবহন করে আসছে। এ থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। 

এসব চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিড়ি শ্রমিকরা।