জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মানবে না সৌদি

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মানবে না সৌদি

জেরুজালেম

আরবদের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আরব লীগের সম্লেন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনের নাম দেওয়া হয়েছে জেরুজালেম সামিট। এজন্য সৌদি আরবকে ধন্যবাদ দিয়েছেন তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সৌদি প্রেস অ্যাজেন্সির এক সংবাদে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরো বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের যে চক্রান্ত শুরু করে, তাতে সমর্থন না সৌদি আরব অতি উত্তম কাজ করেছে। 

তিনি আরো বলেন, সিরিয়ার গোলান এলাকা ইসরায়েলের বলে যে দাবি তুলেছে যুক্তরাষ্ট্র, সেটার নিন্দা জানাচ্ছি এবং আমার দেশ এটার সম্পূর্ণভাবে বিরুদ্ধে। এ ব্যাপারে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নেবে বলে মনে করি।

এর পরই নিউজিল্যান্ডে হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। সৌদি আরব যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সচেষ্ট থাকবে, সে ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, একতা, সার্বভৌমত্ব, স্থায়িত্ব, নিরাপত্তা ও ইয়েমেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা প্রতিশ্রতিবদ্ধ। সেই সঙ্গে জেরুজালেম ফিলিস্তিনিদের বলেই বিশ্বাস করে সৌদি।