কুয়েত আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

কুয়েত আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

ফাইল ছবি।

বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কুয়েতের আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক পালিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক রাষ্ট্রীয় শোকের অংশ হিসাবে ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় শোক পালিত হয়। শোকের অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুয়েত আমিরে রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ.স.ম শোয়াইব আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুয়েতি আমিরের।

সৎ ভাই শেখ জাবের আল-সাবাহের মৃত্যুর পরে ২০০৬ সালে আরব উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমির হিসেবে অভিষিক্ত হয়েছিলেন শেখ সাবাহ। আঞ্চলিক বিরোধের মূল মধ্যস্থতাকারী এবং মধ্যপ্রাচ্য ও এর বাইরেও একজন শীর্ষস্থানীয় সমাজসেবক হিসাবে পরিচিতি ছিলেন শেখ আল সাবাহ। তার মৃত্যুর পর দেশটির মন্ত্রিসভা সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির বলে ঘোষণা করেছে।