ঢাকা এখন ফাঁকা

ঢাকা এখন ফাঁকা

ফাঁকা হয়ে গেছে ঢাকা

রাজধানী ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে। নেয়ে চিরচেনা যানজট। পরিবার-পরিজন সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফলে শহরের বেশির ভাগ এলাকায় এখন মানুষের কম উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। শহরের যেসব ব্যস্ততম সড়কে ট্রাফিক পুলিশকে ঘাম ঝরাতে হয়, সেসব সড়ক অনেকটাই ফাঁকা পড়ে আছে। ফলে খুব বেশি প্রয়োজন পড়ছে না ট্রাফিক পুলিশের। ‘আগে যেখানে মিরপুর থেকে শাহবাগ আসতে দুই তিন ঘন্টা লাগতো এখন ২৫ থেকে ৩০ মিনিটে আসা যায়।

ঢাকায় মানুষের সংখ্যা কম থাকার কারনে গনপরিবহন চলাচলও কমে গেছে। উবার ও পাঠাওয়ের মতো রাইডিং শেয়ারের গাড়ি ও মোটর সাইকেলের সংখ্যাও কমে গেছে। ফলে কিলোমিটার প্রতি ভাড়াও বেড়েছে। যদিও নগরবাসীর ঈদ উদযাপনের প্রস্তুতির কারনে বাইরে চলাচল কমে গেছে।