পাবনার ঈশ্বরদীতে পথশিশুদের খাদ্য দিয়ে আত্মপ্রকাশ ‘তারুণ্য৭১’

পাবনার ঈশ্বরদীতে পথশিশুদের খাদ্য দিয়ে আত্মপ্রকাশ ‘তারুণ্য৭১’

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ২০০ পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণের মধ্যদিয়ে ‘তারুণ্য৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।রোববার (৪ অক্টোবর)  সন্ধ্যায় ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও খাবার বিতরণের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীদের নিয়ে ‘তারুণ্য৭১’ নামে  সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

সংগঠনের উদ্যোক্তরা জানান, দেশে করোনাকালীন সময়ে কষ্টে থাকা পথশিশুদের মাঝে তারা খাদ্য বিতরণ করবে। যাদের ঘরে খাবার নেই এমনি অসহায় মানুষ, পথশিশু, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, যাদের আয় নেই এসব মানুষের জন্য একবেলা খাবার তুলে দিবে। আত্মপ্রকাশকালেই সংগঠনের পক্ষ থেকে রেলগেট, স্টেশন, বাজার, কাচারিপাড়াসহ পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে ২০০ জনের মাঝে উন্নতমানে খাবার পৌঁছে দেয়া হয়। শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী সোহানুর রহমান। সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব ও মুক্তিযুদ্ধের শহূদ স্মৃতি পাঠাগারের সম্পাদক মোস্তাক আহমেদ কিরন, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম, বিনা পয়সার পাঠশালা শিক্ষক তাহেরুল ইসলাম, সংগঠনের আহবায়ক সোহানুর রহমান, সদস্য রিয়াদ ইসলাম ও  খোন্দকার সাজিদ মাহমুদ মিথুন প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ সালেহিন বিশাল বলেন,ভালো কাজের জন্য দরকার ইচ্ছাশক্তি। ইচ্ছা থাকা এবং যত দ্রুত সম্ভব সেটা কার্যকর করা দরকার৷ এখানে চিন্তা করার সুযোগ নেই। যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে কওে ফেলতে হবে।

অনুষ্ঠানের বক্তারা বলেন, সবার আগে দেশ এবং ভালোবাসা। উদ্যোক্তাদের মেধাই দেশের অগ্রগতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তারুণ্যের উৎসাহে বয়োজেষ্ঠদের অনুপ্রেরণার প্রয়োজন। তারুণের হাত ধরেই দেশ এগিয়ে যাবে বহুদুর। বক্তাদের দাবী, নিজে ভালো হলে, দেশ ভালো থাকবে। তাই ভালো কাজ করে দেশ থেকে খারাপ কাজের বিদায় জানাতে হবে তারুণ্যের প্রধান লক্ষ্য।