গাজীপুরে বিস্ফোরণে ৩ জন দগ্ধ

গাজীপুরে বিস্ফোরণে ৩ জন দগ্ধ

ফাইল ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের মেট্রো সদর থানাধীন কাথরা মণ্ডলবাড়ি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোরের এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- নূর মোহাম্মদ (৮০), ইয়াকুব আলী মণ্ডল (৬০) ও আকলিমা খাতুন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাথরা মণ্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মণ্ডলের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। তবে কী বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নূর মোহাম্মদ ২৫ ভাগ, ইয়াকুব আলী মণ্ডল ১০০ ভাগ ও আকলিমা খাতুনের ৯৫ ভাগ পুড়ে গেছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি বিস্ফোরণ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেছে।