সাঁথিয়ায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি এখন উদ্বোধনের অপেক্ষায়

সাঁথিয়ায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি এখন উদ্বোধনের অপেক্ষায়

পাবনার সাঁথিয়া উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন

সোয়া তিন কোটি টাকা ব্যয়ে পাবনার সাঁথিয়া উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি এখন উদ্বোধনের অপেক্ষায়। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্মিত ফায়ার স্টেশনটি যেকোন দিন উদ্বোধন করা হবে বলে জানা গেছে। উপজেলার নন্দনপুর মৌজায় চকনন্দনপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে।

পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোমিনুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসটি ২০১৮ সালের  ফেব্রুয়ারিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কন্সট্রাকশন নির্মাণ কাজের দায়িত্ব নিলেও কাজ শুরু হয় ওই বছরের সেপ্টেম্বরে।  নির্মাণ কাজের মেয়াদ ১৮ মাস নির্ধারণ থাকলেও করোনাসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে এ ফায়ার সাভিস স্টেশনটির কাজ শতভাগ শেষ হয়েছে।

পাবনা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান,“ গণপূর্ত বিভাগ-২ এর বাস্তবায়নে ৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে সাঁথিয়া উপজেলার নন্দনপুর মৌজায় চকনন্দনপুর এলাকায় নির্মিতি হয়েছে তিন তলা ভবনের সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশন। ভবনের কাজ শতভাগ শেষ হয়েছে। কাজের মান ও সন্তোষজনক। আগামী ১৫ দিনের মধ্যে ভবনটি হস্তান্তর করা হবে। তারপরই হবে উদ্বোধন। অর্থাৎ এটি এখন উদ্বোধনের পেক্ষায়।”

জানা গেছে,অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরণের দুর্যোগে সাঁথিয়া উপজেলাবাসীকে পার্শ্ববর্তী বেড়া উপজেলা ফায়ার সার্ভিসহ অনেক দূরদূরান্তের স্টশনের উপর নির্ভর করতে হয়। যার ফলে ঘটনা ঘটার অনেক পরে ফায়ার সার্ভিস আসতে আসতে  অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়ে যায়। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে হতাশা করা ছাড়া আর কোন উপায় থাকে না।

পাবনা জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জনবল, গাড়ীসহ সব কিছু প্রস্তুত রয়েছে। গণপূর্ত বিভাগ ভবনটি বুঝিয়ে দিলেই কার্যক্রম শুরু করবো আমরা।