কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার করতে বলেছে ওআইসি

কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার করতে বলেছে ওআইসি

ছবি সংগৃহিত।

অবিলম্বে কারফিউ প্রত্যাহার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতামুলক সংগঠন ওআইসি। টানা কারফিউতে সেখানকার জনজীবন অচল হয়ে পড়ার প্রেক্ষিতে এমন আহ্বান জানানো হয়েছে বলে ভিডিও বার্তায় ওআইসির সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি একে পাকিস্তানের জন্য আরেকটি কূটনৈতিক অর্জন বলে আখ্যায়িত করেছেন।
 
কয়েকদিন ধরে ওআইসির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন কুরেশি। এ ছাড়া তিনি জেদ্দায় ওআইসির সভায় অংশ নিয়েছেন। এসব ফোরামে তিনি কাশ্মীর ইস্যুতে আলোচনা করেছেন। তার ভাষ্যমতে, এর ফলে ওআইসি ওই বিবৃতি দিয়েছে। তিনি বলেছেন, দখলীকৃত কাশ্মীরের মানুষের খাদ্য ফুরিয়ে গেছে। তারা কঠিন অবস্থায় দিন পাড় করছেন। তাদের ওষুধপত্র ফুরিয়ে গেছে। কারফিউ থাকার কারণে তারা হাসপাতালে যেতে সক্ষম হচ্ছেন না। এই কারফিউ প্রত্যাহারের দাবি শুধু পাকিস্তান থেকেই আসছে এমন নয়। একই দাবি করা হচ্ছে সারা মুসলিম জাহান থেকে। তিনি আশা করেন, ওআইসি যে কথা বলেছে সেদিকে মনোযোগ দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 
ডন লিখেছে, জম্মু কাশ্মীরে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। এমনকি পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে অবরুদ্ধ অবস্থায়। জমায়েত হতে দেয়া হয়নি মানুষকে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এসব রিপোর্টের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট। ধর্মীয় অধিকার প্রত্যাখ্যান করাকে আন্তর্জাতিক অধিকার বিষয়ক আইনের ভয়াবহ লঙ্ঘন বলে বিবেচনা করা হয়। এ ছাড়া বিশ্বজুড়ে মুসলিমদের বিরোধিতাও এটা। তাই ওআইসি কাশ্মীরি মুসলিমদের অধিকার সুরক্ষিত রাখতে আহ্বান জানিয়েছে ভারত কর্তৃপক্ষের প্রতি। একই সঙ্গে কোনো ভয়ভীতিহীনভাবে তাদের ধর্মীয় অধিকার চর্চা করতে দেয়ার অনুরোধ করেছে।