কেইন-গ্রিলিশদের ফেরার ম্যাচে ইংল্যান্ডের দারুণ জয়

১৪ অক্টোবর, ২০২৪

নেশন্স লিগে তিন দিন আগেই গ্রিসের কাছে হেরেছে ইংল্যান্ড। ওয়েম্বলির সেই ম্যাচ হারের পর সমালোচনা হয়েছে ঢের। এরপর গতকাল ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইংলিশরা। এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন কোচ লি কার্সলি, চোট কাটিয়ে ফিরেছেন হ্যারি কেইন এবং জ্যাক গ্রিলিশ। আর তাদের ফেরার ম্যাচে ইংল্যান্ডও পেয়েছে ৩-১ গোলের দুর্দান্ত জয়।

ফিনল্যান্ডের হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। বল দখলে রেখে একের পর এক আক্রমণে যায় ইংলিশরা। তারই সুবাদে ১৮ মিনিটেই লিডের দেখা পেয়ে যায় সফরকারীরা।

গোমেজের বাড়িয়ে দেয়া বলে ডান পায়ে নেয়া শটে গোলটি করেন গ্রিলিশ। এদিকে ইংলিশরা এগিয়ে যাওয়ার পর ফিনল্যান্ডও সমতায় ফিরতে মরিয়া হয়েই লড়াই করেছে। তবে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিল। তবে তা কাজে লাগাতে পারেননি ইংলিশ ফুটবলাররা। এদিকে চোট কাটিয়ে ফেরা কেইনকে ম্যাচের ৬৯ মিনিটে তুলে নেন কার্সলি। এরপর ম্যাচের ৭৪ মিনিটেই দারুণ এক গোলের দেখা পায়ন ইংল্যান্ড। ২৫ গজ দূরে থেকে নেয়া ফ্রি ক্কিকে লক্ষ্যভেদ করেন লিভারপুলে খেলা অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

আর্নল্ডের গোলে ইংল্যান্ড ব্যবধান দ্বিগুণ করার পর ইংল্যান্ড ফের এগিয়ে যায় ডেক্লান রাইসের গোলে। ৮৪ মিনিটে তিনি জালের দেখা খুঁজে পান। এদিকে ৩ গোলে পিছিয়ে থাকা ফিনল্যান্ড ম্যাচ শেষ হওয়ার আগে আগে একটি গোলের দেখা পায়। ৮৭ মিনিটে স্বাগতিকদের হয়ে গোলটি করেন হসকনসেন। তবে এই গোল শুধু হারের ব্যবধানই কমিয়েছে, ইংল্যান্ডের দুর্দান্ত জয় ঠেকাতে পারেনি। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপে দুইয়ে আছে লি কার্সলির ইংল্যান্ড।