চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

১৬ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি অক্টোবরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর মৃত্যু হয়েছে ১৮ জনের, যার মধ্যে ১২ জনই নারী।

বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেলিনা আক্তার (৩৬) নামে ওই নারীকে মঙ্গলবার চট্টগ্রামের ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তির পরপরই তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু অ্যাক্সপান্ডেন্ড সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সেলিনা আক্তার চট্টগ্রাম নগরীর নিমতলা বিশ্বরোড এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। এক সপ্তাহ ধরে ডেঙ্গুজনিত বিভিন্ন উপসর্গে তিনি ভুগছিলেন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ৮ জন শিশু