আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে মেডিকেল এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত

১৬ অক্টোবর, ২০২৪

টিআই তারেক: যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার অন সামারি অব ডব্লিউএফএমই বা ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর সকালে মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে সেমিনারটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।

সেমিনারে কি নোট স্পীকার ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান। যারা ঢাকাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন কনফারেন্সে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের প্রতিনিধিত্ব করেন।

বক্তারা বলেন, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন এর স্বীকৃতি পেতে কাজ করে যাচ্ছে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। এজন্য বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ ওনার্স এ্যাসোসিয়েশন প্রাথমিকভাবে ৫টি মেডিকেল কলেজের তালিকা করেছে তার মধ্যে আমাদের মেডিকেল কলেজের নাম রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এমদাদুল হক। বক্তব্য রাখেন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান।

সঞ্চালনা করেন কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটের মেম্বার সেক্রেটারি ডা. মীর মুয়ীদুল ইসলাম।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. সিরাজুল ইসলাম ও চক্ষু বিভাগের সহকারি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।