চট্টগ্রামে ১১ বছর পর ১১ জনের জামিন

১৭ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে পটিয়া থানার একটি মামলায় ১১ বছর পর ১১ জনকে জামিন দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম ৫ম অতিরিক্ত জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক রফিকুল ইসলামের আদালত এই জামিন আদেশ দেন।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মো. মোজাফফর, সাংবাদিক রবিউল হোসেন, ব্যাংকার মো. হাসমত আলী, মো. রায়হান, মো. আয়াজ, মো. রাশেদুল ইসলাম, ওসমান গণি, মো. হানিফ, মো. ফারুক, মো. ওসমান গনি এবং মো. আতাউল্লাহ।       

আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সুমন বলেন, পটিয়া থানার ওই মামলাটি মিথ্যা। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল। স্বাক্ষীরাই আদালতে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আদালত ১১ আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন। আদালতের বিচারে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন।

সাংবাদিক রবিউল হোসেন বলেন, আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সবাইকে খালাস প্রদান করেন।   

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট পটিয়া থানার উপ-পরিদর্শক মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রের তিনজন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দেন।