১৭ অক্টোবর, ২০২৪
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ বালাইনাশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ি আব্দুস সালামের বসতবাড়ির গুদামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এ সময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে আল মদিনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াজিনন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে।
কিছু অসাধু ব্যবসায়ি এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মাঝে সরবরাহ করে আসছিল।
ভোক্তা অধিকারের জেলার উপ-পরিচালক দেবশীষ রায় জানান, উদ্ধারকৃত বালাইনাশক গত ১০ বছর আগে সরকার নিষদ্ধ ঘোষণা করে। কৃষির এ সকল ঔষধ উৎপাদন, মজুত ও বাজারজাত নিষিদ্ধ। উদ্ধারকৃত বালাইনাশক অগ্নসংযোগ করে বিনস্ট করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত কীটনাশ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।