বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

১৭ অক্টোবর, ২০২৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার ইমাদ আবু তিমা (২১) ও তার পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরাইল এ হামলা চালায়।

ইতোমধ্যে ইসরায়েলের হামলায় গাজার অনেকগুলো ক্রীড়া স্থাপনা ধ্বংস হয়ে গেছে। খবর মিডল ইস্ট আই।

ফিলিস্তিনের জাতীয় অলিম্পিক কমিটি জানিয়েছে, আবু তিমা ইত্তিহাদ খান ইউনিস ক্লাবের হয়ে খেলেছেন এবং ২০২১ সালে ফিলিস্তিন অনূর্ধ্ব-২০ জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন। গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত চার শতাধিক ফিলিস্তিনি অ্যাথলেটের একজন তিনি।

গত জুলাইয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, গাজায় অন্তত ২৪৫ জন ফুটবলারকে হত্যা করেছে ইসরাইল, যাদের মধ্যে ৬৯ শিশু ও ১৭৬ জন তরুণ।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ ইসরাইলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার বিষয়টি বারবার বিলম্বিত করছে। গত ৩ অক্টোবর সংস্থাটি জানায়, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উত্থাপিত বৈষম্যমূলক অপরাধের বিষয়ে দ্রুত তদন্ত শুরু হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪২ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯৯ হাজার ১৩ জন আহত হয়েছেন।