অজুর পরে কালেমা শাহাদাতের সাথে যে দোয়া পড়তে ভুলবেন না

২১ অক্টোবর, ২০২৪

নামাজ বা কোরআন তেলাওয়াতের আগে আমরা সাধারণত অজু করি। কিন্তু আমরা অনেকেই জানি না- অজুর পরে অনেক বড় ফজিলতের একটি আমল রয়েছে। সেটি হলো অজু করে প্রথমে শাহাদাহ পাঠ করুন, এরপর একটি দোয়া পড়ুন।

দোয়াটি হলো— اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ ‘আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিনা ওয়াজ আলনি মিনাল মুতাত্বহহিরিন।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।’

ওমর ইবনে খাত্তাব (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর বলে, ‘আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ’ পড়ে দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যেকোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে।’ (তিরমিজি: ৫৫; ইবনে মাজাহ: ৪৭০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অজুশেষে যথাযথ নিয়মে দোয়াটি নিয়মিত পাঠ করার তাওফিক দান করুন এবং এর বিনিময়ে হাদিসে বর্ণিত ফজিলত আল্লাহ দান করুন। আমিন।