ক্ষমতা বাড়ল গুম সংক্রান্ত কমিশনের

২১ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।  

একটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নম্বর- ৬১৯৫৬) এর সেকশন ১০ এ এর সাব সেকশন (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্টের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে উক্ত অ্যাক্টের সেকশন ১০এ উল্লিখিত ক্ষমতা অর্পণ করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নং- ৬ ১৯৫৬ এর সেকশন ৫ এর সাব সেকশন (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্টের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারী করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ক্ষেত্রে উক্ত অ্যাক্টের সেকশন ৫ এর সাব সেকশন (২), (৩), (৪), (৫) এবং (৬) প্রযোজ্য করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

গত ২৭ আগস্ট এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।