২১ অক্টোবর, ২০২৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেইটে শুরু হচ্ছে ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষে আগামীকাল ২২ অক্টোবর (মঙ্গলবার) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ইসলামি বইমেলা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল এই বইমেলার উদ্বোধন করবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলায় মোট ৮৩টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে দেওয়া হবে ৩৫ শতাংশ কমিশন।
প্রতি বছর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ইসলামি বইমেলা অনুষ্ঠিত হয়ে এলেও সেখানে ছিল হকারদের দাপট। অনেক ক্ষেত্রে বইমেলার কোনো ছাপ থাকত না সেখানে। তবে এবার প্রকাশকরা আন্দোলন করে অনেকটা পরিবর্তন এনেছেন। প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতেই পূর্ব গেইটে অনুষ্ঠিত হচ্ছে মেলা। যদিও দক্ষিণ গেইটেও হকারদের বইয়ের দোকান থাকবে।
মেলা আয়োজক কমিটির সদস্য ও রাহনুমার প্রকাশনীর স্বত্বাধিকারী দেওয়ান মোহাম্মদ মাহমুদুল হাসান তুষার বলেন, আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুন আঙ্গিকে মেলাকে প্রকাশক-লেখক-পাঠক ও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করতে। কিন্তু বিগত সময়ে আমাদের সেই চাওয়া-পাওয়া পূরণ হয়নি। এবার তা সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফলে বৈচিত্র্যময় সাজসজ্জায় মেলাকে সাজানো হয়েছে।
তিনি জানান, এবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে অনেক পরিবর্তন এসেছে মেলায়। তবে সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। আগামীতে ইসলামি বইমেলা আরও সুন্দরভাবে হবে বলে জানান তিনি।