২৪ অক্টোবর, ২০২৪
বরগুনায় ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে হঠাৎ দমকা হাওয়ায় গাছ ভেঙে পড়ে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাসমত করুনা গ্রামের আশ্রাফ আলী (৬১) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বেতাগীর ছোট মোকামিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রাফ আলী দিনমজুরের কাজের জন্য বেতাগী উপজেলার ছোট মোকামিয়া নামক স্থানে এলে হঠাৎ ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে দমকা হাওয়ার সৃষ্ট হয়। সেসময় দমকা হাওয়ার প্রভাবে গাছ থেকে ডাল ভেঙে পড়ে গুরতর আহত হয় আশ্রাফ আলী। পরে স্থানীরা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বলেন, ‘আমার ভাই দিনমজুরের কাজ করে। প্রতিদিনের মত আজকেও সকালে কাজের জন্য বের হয়। হঠাৎ একটি নাম্বারে ফোন আসে আমার ভাই হাসপাতালে। আমরা তাৎক্ষণিক হাসপালে চলে যাই, সেখানে গিয়ে দেখি আমার ভাই আর বেঁচে নেই।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশ্রাফ আলী নামক একজনের মৃত্যুর খবর পেয়েছি।