কাশ্মিরে বন্দুক হামলায় পাঁচ ভারতীয় সেনা আহত

২৪ অক্টোবর, ২০২৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গুলমার্গে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এর আগে জম্মু ও কাশ্মিরের গান্দারবাল বিভাগে এক শ্রমিককে অজ্ঞাতরা গুলি করে। এরপরই সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। যে শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। কাশ্মিরে তিনি কাজ করতে গিয়েছিলেন।

তিনদিন আগে কাশ্মিরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। এরমধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। সেখানে শ্রমিকরা থেকে কাজ করেন।

তারা সবাই ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দা। তারা মূলত সেখানে অর্থের বিনিময়ে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে কাশ্মিরের স্বাধীনতাপন্থিরা এসব হামলা চালাচ্ছে। যেন ভারতের অন্যান্য রাজ্য থেকে কেউ গিয়ে সেখানে কাজ না করতে পারে।

স্বাধীনতাকামী এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের কার্যক্রম বন্ধ করতে পারছে না ভারতের সেনাবাহিনী।