বেশি দামে পণ্য বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

২৫ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ের উদ্দেশে গঠিত টাস্ক ফোর্স অভিযান শুরু করেছে। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া পৌর বাজারে অভিযান চালিয়ে তারা দুই ব্যবসায়ীকে জরিমানাও করেছেন। 

অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন। সঙ্গে ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন জানান, অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রি করায় কুষ্টিয়া পৌর বাজারের সওদাগর ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য আড়ৎগুলো পাইকারী ১১৮ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করলেও এরা ১২৩ টাকা দরে বিক্রি করছিলো। আর বিক্রয়কেন্দ্রে পণ্যের মূল্য তালিকা না থাকায় অপর ব্যবসায়ীকে একই আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান পরিচালনাকারীরা বলেছেন, অন্যদের এসব ব্যাপারে সতর্ক করা হয়েছে। পণ্য মূল্য যৌক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরণের অভিযান চলবে বলেও জানানো হয়েছে