২৯ অক্টোবর, ২০২৪
বরিশালে এক মাদক বিক্রেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন।
দণ্ডিপ্রাপ্ত আব্দুর রহমান রাঢ়ী জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।
আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, ২০১৬ সালের ১৪ জুলাই নগরীর গীর্জা মহল্লা সড়কে অভিযান করে মহানগর ডিবি পুলিশ। এ সময় ৬০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান রাঢ়ীকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তানজিল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৮ আগস্ট ডিবি পুলিশের এসআই মোহাম্মদ হায়দার আব্দুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।