জাভিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রাজিল তারকার

০৩ নভেম্বর, ২০২৪

লা লিগার এবারের মৌসুমের শুরু থেকেই রীতিমত উড়ছে বার্সেলোনা। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে জয়ের ধারায় রয়েছে কাতলানরা। পারফরম্যান্স বিবেচনায় বিশ্বের সেরা আক্রমণভাগের একটি বার্সা এই মুহূর্তে। আর চলতি মৌসুমে বার্সেলোনা যেই ছন্দে আছে তাতে তাদের থামানো মুশকিল। বার্সার এই গতির পিছনে রয়েছেন রাফিনিয়া ও রবার্ট লেভানডভস্কি। 

চলতি মৌসুমে ফ্লিকের দায়িত্বে বার্সা ইতিমধ্যে দুটো বড় দলের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। এরপর ফুটবল প্রেমীদের আকৃষ্ট করে এল ক্লাসিকোতে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। বিপক্ষের ঘরের মাঠে গিয়ে এল ক্লাসিকো জেতা বার্সাকে অপ্রতিরোধ্য করে তুলেছে। তাদের এই জয়ের পিছনে এই দুই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে বার্সেলোনা ৪-১ গোলে হারায়। এই ম্যাচে হ্যাটট্রিক করেন রাফিনিয়া ও একটি গোল করেন রবার্ট লেবানডভস্কি। এরপর লা লিগায় এল ক্লাসিকোয় জোড়া গোল করেন রবার্ট লেবানডভস্কি ও একটি গোল করেন রাফিনিয়া। সব মিলিয়ে চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১০ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। অপরদিকে পলিশ তারকা ১৪ ম্যাচে করেছেন ১৭ গোল।

তবে এখন ফর্মের শীর্ষে থাকলেও বার্সেলোনার জার্সিতে রাফিনিয়ার শুরুটা ভালো হয়নি। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন শুরুর ৬ মাসটা খারাপ যাওয়ায় তিনি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। নতুন কোচ আসতেই আকাশপাতাল তফাদের পেছনে বার্সার সাবেক কোচ জাভি হার্ন্দানেজকে দুষলেন ব্রাজিলিয়ান এই তারকা। 

রাফিনিয়া বলেন, 'যখন বার্সার কোচ জাভি ছিলেন, আমি আগেই জানতাম আমাকে ৬০ মিনিট খেলাবে। এই সময়ের মধ্যে আমি সব কিছ করার চেষ্টা করতাম, কিন্তু তা কাজে আসেনি। এবং যদি তা কাজও করত আমাকে যেকোনো অজুহাতে তুলে নেয়া হতো মাঠ থেকে।'  

এছাড়াও জানা যায়, ব্রাজিল এই তারকা নিজের পচ্ছন্দের পজিশন অনুযায়ীও খেলতে পারেননি। জাভি থাকতে দলের জায়গা হারানোর ভয়েও থাকতে তিনি। জাভির চোখে তিনি ফিট নন এমনও গুঞ্জন আসে। যার জন্য ক্লাব ছাড়ার গুঞ্জনও আসে। এ প্রসঙ্গে রাফিনিয়া বলেন, 'সে সময়, হ্যাঁ,  বিশেষ করে বিশ্বকাপের আগের ছয় মাস। কিন্তু আমি এটা দলবদলের অন্য উইন্ডোতেও অনুভব করতাম। মানুষজন সবসময় একটা না একটা কিছু বলত, যেটা ভালো নয়, সেটা হচ্ছে -আমাকে বিক্রি করে দেয়া হতে পারে।'