০৩ নভেম্বর, ২০২৪
রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার মার্সেলোর সঙ্গে পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করেছে ব্রাজিলের সিরি আ ক্লাব ফ্লুমিনেন্স। ক্লাবের পক্ষ থেকে শনিবার ৩৬ বর্ষী ফুটবলারের বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হলেও তাতে চুক্তি বাতিলের কারণ উল্লেখ নেই।
রিও ডি জেনিরোর মারাকানায় গত শুক্রবার গ্রেমিওর সাথে ২-২ গোলে ড্র করে ফ্লুমিনেন্স। খেলা চলাকালীন কোচ মানো মেনেজেসের সাথে মার্সেলোর মতবিরোধে হয়েছিল।
বদলি খেলোয়াড় হিসেবে মার্সেলো মাঠে নামাচ্ছিলেন মেনেজেস। এ সময় ব্রাজিলিয়ান ডিফেন্ডার কোচকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন। এ সময় চোটে গিয়ে মেনেজেস তাকে বেঞ্চে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ফ্লুমিনেন্স কোচ বলেন, ‘আমি ঐ সময় মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম। তবে আমি এমন কিছু শুনেছি, যা আমার পছন্দ হয়নি। ফলে আমি সিদ্ধান্ত পাল্টে ফেলি।’
ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলে একসময় খেলেছিলেন মার্সেলো। মূল দলে খেলার পর ২০০৭ সালের জানুয়ারিতে রিয়ালে চলে যান। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি ১৫ বছর খেলে ২৫টি ট্রফি জিতেছিলেন।
২০২২ সালে তিনি গ্রিক দল অলিম্পিয়াকোসে যোগ দেন। পরের বছর ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে ফিরে আসেন। দুই মাস আগে ফ্লুমিনেন্সের প্রশিক্ষণ কেন্দ্রের স্টেডিয়ামের নাম পরিবর্তন করে মার্সেলোর নামে রাখা হয়েছিল।
ক্লাবের বিবৃতিতে হলা হয়, ‘ফ্লুমিনেন্স এবং মার্সেলোর মধ্যে প্রাতিষ্ঠানিক এবং মানসিক সম্পর্ক বজায় রয়েছে। ফ্লুমিনেন্স মার্সেলোকে ধন্যবাদ জানায়। তার সকল চ্যালেঞ্জ ও সাফল্যকে সমর্থন সবসময়ের মতোই অব্যাহত রাখবে।’