রাফিনিয়াকে নেইমারের কথা মনে করিয়ে দেন ইয়ামাল

০৪ নভেম্বর, ২০২৪

বয়স কেবল ১৭, তবে এখনই দারুণ তারকাখ্যাতি পেয়েছেন লামিনে ইয়ামাল। তরুণ এই ফুটবলার ক্লাব পর্যায়ে খেলছেন বার্সেলোনার হয়ে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন, এ মৌসুমে বার্সা যে সব প্রতিযোগীতায় রীতিমত উড়ছে তাতে গুরুত্বপূর্ণ অবদান ইয়ামালের।

শুধু ক্লাবেই নয়, জাতীয় দলের হয়েও রীতিমত দুর্দান্ত ইয়ামাল। এ বছর যে স্পেন ইউরো শিরোপা জিতল তাতে যে ইয়ামালের অবদান অপরিসীম সেকথা অস্বীকার করবেন এমন কেউ হয়তো নেই। ড্রিবলিং থেকে শুরু করে ফিনিশিং, নিজে গোল করা কিংবা সতীর্হদের দিয়ে করানো-সব্দিকেই সমান পটু তরুণ এই তারকা।

ইয়ামালের খেলার ধরণে অনেকেই তাঁর মাঝে মেসির ছায়া খুঁজে পান। যদিও ইয়ামালের বাবা তাকে ম্যারাডোনার সঙ্গেই তুলনা করেছেন। তাঁর বাবা একবার বলেছিলেন, ‘দারুণ ছেলে, তুমি আমাকে কিংবদন্তি আরমান্দো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েছ।’

 তবে তরুণ এই তারকার বার্সা সতীর্থ রাফিনিয়া অবশ্য তা মনে করেন না। রাফিনিয়া বরং ইয়ামালের মাঝে নেইমারকেই দেখতে পান। রাফিনিয়া বলেন, ‘লামিনে (ইয়ামাল) আমাকে মেসির চেয়ে নেইমারের কথাই বেশি মনে করিয়ে দেয়। যেভাবে সে ড্রিবল করে সেই স্টাইলটা।’