গাজীপুরে ৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

০৪ নভেম্বর, ২০২৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের ছয়টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ টানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, শ্রমিকদের বেশ কিছু দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিলেও তারা কাজে যোগ দেয়নি। যে কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেড।

কারখানা কর্তৃপক্ষের নোটিশে উল্লে­খ করা হয়েছে, শনিবার শ্রমিকদের একটি দল অজ্ঞাতনামা বহিরাগতদের সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে বেআইনি ধর্মঘট শুরু করে। ওই দিন সকালে শ্রমিকরা কাজ না করে কারখানার প্রধান গেটে এসে জড়ো হয় এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও তারা মানেনি। যা আইনে ধর্মঘটের শামিল। শ্রমিকদের এমন কর্মকাণ্ডে কারখানার কর্মকর্তা, কর্মচারী ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়ায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হলো।

এ বিষয়ে তুসুকা গ্রুপের পক্ষ থেকে যুগান্তরকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং আবারও কাজের উপযোগী পরিবেশ তৈরি হলে কারখানাগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শ্রমিকরা জানান, হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ অন্য সুযোগ-সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ধর্মঘটে যাওয়ার বিষয়টি বিতর্কিত হয়ে উঠেছে।