০৪ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিকে বদলি ও ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্টু রহমান ধরতে যায় পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মিন্টু রহমানকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। ওই হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হন।
জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, ওই ঘটনার সূত্র ধরেই গোমস্তাপুর থানার ওসি শহীদুল ইসলামকে বদলি করা হয়েছে। পাশাপাশি ৭ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেওয়ার ওই ঘটনার পর রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আরও ২ জনকে আটক করে। মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
তবে এখনও আসামি মিন্টুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পুলিশ তার খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।