টেন হাগের বিদায়ে দোষী ফার্নান্দেসও, চাইলেন ক্ষমা

০৪ নভেম্বর, ২০২৪

এরিক টেন হাগ আড়াই বছর কোচ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। দলের পারফর্মেন্স ক্রমশ নীচের দিকে নামায় সম্প্রতিক তাকে ছাঁটাই করা হয়। তার জায়গায় কোচ করে আনা হয় রুবেন আমোরিমকে। তার দায়িত্ব নেওয়ার পর গতকাল ম্যানইউ মাঠে নামে চেলসির বিপক্ষে। সেখান থেকে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে।

এরপরই পরই ব্রুনো জানান, টেন হাগের সঙ্গে তার কথোপকথের কথা। তিনি স্বীকার করেছেন, দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দেরও নিজেদের ব্যর্থতার ভারটা নেওয়া উচিত, ‘যখন কোচকে চলে যেতে হয়, তখন কিন্তু কিছু দায় নিজের কাঁধেও নিতে জানতে হয়। কারণ দল ভালো করছে না।’

স্কাই স্পোর্টসকে ব্রুনো বলেছেন, ব্যর্থতার জন্য ১৫ জন খেলোয়াড়ের চেয়ে কোচকে ছাঁটাই করা সহজ, ‘১৫জন খেলোয়াড় সরানোর চেয়ে কোচকে সরিয়ে দেওয়া সহজ। আমি টেন হাগের সঙ্গে কথা বলেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। আমি খুব হতাশ হয়েছি তাকে এভাবে চলে যেতে হয়েছে দেখে। চেষ্টা করেছি তাকে সাহায্য করতে। আমিও গোল পাচ্ছিলাম না। দলও স্কোর করতে পারছিল না। তাই নিজেকে দায়ী মনে করছিলাম।’

কোচ চলে যাওয়ার বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি ব্রুনো। তার মতে, ‘কোচ চলে যাওয়ার বিষয়টা কারও জন্যই সুখকর না। কারণ দল সেরা অবস্থায় নেই, ফলও ভালো হচ্ছে না। অথচ মাশুল দিতে হচ্ছে তাকে।’

প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ইউনাইটেড।  ১৯ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তিনে। ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, ২৫ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে আছে। ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ।