০৫ নভেম্বর, ২০২৪
দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের অন্তত ২০ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট মহানগর বিএনপি। তবে পূর্ণাঙ্গ কমিটিতে নেই কাউন্সিলে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। তার স্থলে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে সভাপতি করা হয়েছে। কমিটি থেকে বাদ পড়েছেন সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
সভাপতি পদে রদবদল হলেও পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক পদে ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলে নির্বাচিত ইমদাদ হোসেন চৌধুরী ও সৈয়দ সাফেক মাহবুবকে রাখা হয়েছে।
মহানগরের ১৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ২০ জন, যুগ্ম সম্পাদক পদে ১৫ জন, সৈয়দ সাফেক মাহবুব ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আরও ৪ জন, সহ সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সম্মানিত সদস্য ১১ জন এবং কমিটির সদস্য করা হয়েছে আরও ৪২ জনকে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ মার্চ সিলেট মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি পদে নাসিম হোসাইন ১ হাজার ৬৬ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট পেয়ে এবং সৈয়দ সাফেক মাহবুব ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তিন বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের মার্চে।