০৫ নভেম্বর, ২০২৪
অনুপম খের ও সব্যসাচী চক্রবর্তী— দুজনেই ডাকসাইটে অভিনেতা। একজনের শক্ত অবস্থান বলিউডে, অন্যজনের টলিউডে। দুজনেই ছুঁয়েছেন বার্ধক্য। অবসরের চিন্তা উঁকি দিচ্ছে মাথায়। সব্যসাচী ছুটিতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। অনুপমও সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে।
বয়স কাঁধে চেপে বসায় ৬৯ বয়সী অনুপমকে মাঝে মাঝেই অবসর নিয়ে কথা শুনতে হয়। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর তো সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকারও হয়েছিলেন। এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘আমি ঠিক করে ফেলেছি, যে আমি ঠিক একটা বয়সের পর আর অভিনয় করব না। আর সেই বয়সটা হলো ৯০।’
ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখনও শেখেন অনুপম। যার শেষ হবে ৯০-এ। এরকম উল্লেখ করে বলেন, ‘জীবনে অনেক এখনও পর্যন্ত অনেক কিছু পেয়েছি। তবে আরও পাওয়ার রয়েছে। প্রত্যেকটা দিন সেকারণে নিজেকে বদলে ফেলছি। নতুন কিছু শিখছি। আর শেখাটা ৯০ -এ গিয়ে শেষ হবে। আমার ক্যারিয়ার তো আমি ঠিক করব, সমাজের কথাকে তোয়াক্কা করি না। তাই কটাক্ষকে পাত্তা দেব না।’
এদিকে বছর কয়েক আগে বাংলাদেশে এসেছিলেন সব্যসাচী। সেসময় চাউর হয়— অভিনয় থেকে অবসর নিচ্ছেন অভিনেতা। যদিও পরে সব্যসাচী জানান, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা ছিল সেটি। এবারও অবসরের প্রশ্নে একই কথা বললেন।
তার কথায়, ‘‘তখন আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়। আমি বলেছিলাম, আর ‘ফেলুদা’ করব না। কিন্তু লেখা হলো যে, সব্যসাচী চক্রবর্তী আর অভিনয় করবেন না!”
তবে এবার আসলেই ছুটি চাইছেন পর্দার ফেলুদা। তিনি বলেন, ‘এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই।’
চার দশক ধরে বলিউডে সুনামের সঙ্গে অভিনয় করছেন অনুপম খের। চরিত্রাভিনেতা হিসেবে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন বি-টাউনে। তবে আজকের এই অবস্থানে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। এক সময় ট্রেনের প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে তাকে।
অন্যদিকে সব্যসাচীও টলিউডের মহীরুহ। লম্বা সময় পর্দা আলোকিত করে রেখেছেন অভিনয় দিয়ে। সত্যজিৎ রায়ের বইয়ের পাতার ফেলুদাকে জীবন্ত করে তুলেছেন পর্দায়। এছাড়া অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে তার।