খাগড়াছড়িতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

০৬ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ওই সময় জেলাজুড়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি, শিলা-বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে প্রচণ্ড বাতাস ছিল। 

এ সময় আলুটিলার অচাই পাড়া এলাকায় ভোগীরণ ত্রিপুরা এবং মহালছড়ি উপজেলার সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, সদরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। কয়েকটি স্থান থেকে ভেঙে পড়া গাছ সরানো হয়েছে। আরও বেশ কিছু স্থানে গাছ সরানোর কাজ চলছে।

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডালপালা ৩৩ কেভি সঞ্চালন লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।