ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানীদের নতুন কৌশল আবিষ্কার

০৬ নভেম্বর, ২০২৪

মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ইয়েলো ফিভার ও জিকা নিয়ন্ত্রণে বিজ্ঞানীরা এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, পুরুষ মশাদের শ্রবণশক্তি নষ্ট করে তাদের প্রজনন ক্ষমতা বাধাগ্রস্ত করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, পুরুষ মশা উড়ার সময় বিশেষ ফ্রিকোয়েন্সিতে ডানা ঝাপটানোর আওয়াজ শুনে স্ত্রী মশাদের প্রতি আকৃষ্ট হয় এবং সঙ্গম সম্পন্ন করে।

গবেষকরা পুরুষ মশার শ্রবণশক্তি সংক্রান্ত একটি প্রোটিন ‘টিআরপিভিএ’ লক্ষ্য করে পরীক্ষাটি পরিচালনা করেন। পরীক্ষার ফলে দেখা যায়, মিউটেশনকৃত পুরুষ মশারা আর স্ত্রী মশার ডানা ঝাপটানোর শব্দের প্রতি আকর্ষিত হচ্ছে না এবং তাদের মধ্যে সঙ্গমও হচ্ছে না। সাধারণত, পুরুষ মশা স্ত্রী মশার সাথে যোগাযোগের ২০ সেকেন্ডের মধ্যেই সঙ্গম সম্পন্ন করে, যা এই পরীক্ষায় সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল।

বিজ্ঞানীরা বলছেন, যদি পুরুষ মশাদের সঙ্গম বন্ধ করা যায়, তবে নতুন প্রজন্মের মশা জন্মানো বন্ধ হবে এবং মশাবাহিত রোগের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। এছাড়া, বিজ্ঞানীরা মশা-বাহিত রোগপ্রবণ অঞ্চলে স্টেরাইল বা বন্ধ্যা পুরুষ মশা ছাড়ার পরিকল্পনাও করছেন, যাতে জন্ম নিয়ন্ত্রণ আরও কার্যকর হয়। সূত্র : এনডিটিভি