তাইওয়ানে বিকেএসপির তামিমের স্বর্ণ

০৬ নভেম্বর, ২০২৪

তাইওয়ানে অনুষ্ঠিতব্য ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিকেএসপির অ্যাথলেট তামিম হোসেন ট্রিপল জাম্পে ১৪.৭৭ মি. লাফিয়ে স্বর্ণপদক লাভ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে। 

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ৪ জন বালক ও বালিকা। ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান সেমিফাইনালে উঠেছেন। ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তারও উঠেছেন সেমিফাইনালে। 

তাইওয়ানে বিকেএসপি দলের কোচ হিসেবে ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূঁইয়া। তাইওয়ান থেকে জুই জানান, ‘ইতোমধ্যে একজন স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে দুই জন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’

বিকেএসপি দলটি গত ৩ নভেম্বর রাতে তাইওয়ানে যাত্রা করে। প্রতিযোগিতাটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিকেএসপির।