পাবনায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পা হারালেন যুবক

০৬ নভেম্বর, ২০২৪

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামতে গিয়ে বায়োজিদ হোসেন (৩০) নামে এক যুবক পা হারিয়েছেন।বুধবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাইপাস রেল স্টেশনে এ ঘটনা ঘটে। আহত বায়োজিদ নেত্রকোনার মহনগঞ্জ উপজেলার মানচির গ্রামের কতুব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় গতি কমানোর হয়। এ সুযোগে নামার জন্য প্ল্যাটফর্মে লাফ দেয় বায়োজিদ।কিন্তু ট্রেনের গতির সঙ্গে তার গতির সমন্বয় না হওয়ায় ডান পা ট্রেনের চাকার নিচে পড়ে কেটে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মীর আমিরুল ইসলাম জানান, আহতের এক পা কেটে গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা রহমান জানান, পা কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।