মার্কিন নির্বাচনে জয়ী ৬ ভারতীয় বংশোদ্ভূত

০৭ নভেম্বর, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি মঙ্গলবার দেশটিতে স্থানীয় সরকার (স্টেট, কাউন্টি এবং স্থানীয় স্তরের জনপ্রতিনিধি) নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়েছেন আমেরিকান কংগ্রেসের দুই কক্ষের সদস্যেরা। এবার আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জয়ী হয়েছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত। সবাই ডেমোক্র্যাট সদস্য।

এই ৬ প্রতিনিধি হলেন- ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার এবং সুহাস সুব্রমণ্যম। ‘সামোসা ককাস’ বলে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূতদের এই তালিকায় সুহাস নতুন সংযোজন। জয়ের খবর ঘোষণা করার পর ভার্জিনিয়া থেকে জয়ী সুহাস সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভার্জিনিয়ার মানুষ আমার ওপর ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ। এই প্রদেশই আমার বাড়ি। এখানে বিয়ে করেছি। এখানে আমি আর আমার স্ত্রী মেয়েদের বড় করে তুলছি। এখানের বাসিন্দাদের সমস্যা আমার ব্যক্তিগত সমস্যা। বিভিন্ন প্রদেশে স্থানীয় স্তরে লড়েছেন ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। যা দেখে অনুমান করা যায়, আমেরিকায় মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উৎসাহ এবং অংশগ্রহণ বাড়ছে।

বিভিন্ন সমাবেশে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের রাজনীতিতে বেশি করে যোগদানের জন্য উৎসাহ দিয়েছেন হাউসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তার জনপ্রিয় মন্তব্য, নিজে টেবিলে বসুন। নয়তো কখন খাদ্যতালিকায় আপনার নাম উঠে যাবে ধরতেও পারবেন না। অর্থাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। আরও বেশি করে রাজনীতিতে যোগ দিন।

আমেরিকান স্টেটগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূতেরা স্থানীয় স্তরে লড়েছেন। রো খান্না এবং অ্যামি বেরা জিতেছেন ক্যালিফোর্নিয়া থেকে।

ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ক্যালিফোর্নিয়া থেকে লড়েছেন। ভোট পরবর্তী একটি সমীক্ষা বলছে, ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি ল্যাটিনো বা হিস্পানিক জনগোষ্ঠীর অধিকাংশ ভোট দিয়েছেন কমলা হ্যারিসকে।

পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি ল্যাটিনো গোষ্ঠীর ভোট পেয়েছেন কমলা। জীবনযাত্রার খরচ, বেকারত্ব, বাড়ি ভাড়া, চিকিৎসার খরচের মতো নিত্যদিনের সমস্যাগুলোতে বেশি জোর দিয়েছেন এই গোষ্ঠীর মানুষ।