০৭ নভেম্বর, ২০২৪
আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। উপলক্ষকে সামনে রেখে ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ফুটবলার অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।
খেলার সূচি নির্ধারিত থাকলেও কখন তা আরম্ভ হবে, সেটি আগে জানানো হয়নি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।
গত ১ নভেম্বর থেকে ১৬ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল। এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে ভুটানে গিয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটিতে থাকা জাতীয় দলের ১১ খেলোয়াড় পরে যোগদান করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা অধিনায়ক জামাল ভূঁইয়া স্কোয়াডে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজের দলের অধিনায়ক আগেই জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পারিবারিক কারণে এবার তিনি ফিফা উইন্ডোতে খেলবেন না। ম্যানেজমেন্ট এবং কোচ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।