ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

০৭ নভেম্বর, ২০২৪

ঢাকা-কক্সবাজার রেললাইনের রামুতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মোঃ হোসেন (২১) ও মোঃ ওয়াহিদ (১৯)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক কাহাতিয়া পাড়া এলাকায় রেললাইনে উপর দিয়ে রাস্তা পার হচ্ছিলো। এসময় আকস্মিক চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’র ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত দুই যুবককের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবু কালাম বলেন, ‘ট্রেন আসতে দেখতে পেয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করেন ওই দুই যুবক।কিন্তু ততক্ষণে ট্রেন এসে পড়লে কাটা পড়ে দুইজনই ঘটনাস্থলে নিহত হয় এবং মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। ’ 

রেলের রামু স্টেশন মাস্টার জসিম উদ্দীন বলেন, ‘যেসব স্থানে রেললাইনের উপর সাধারণ যানবাহন চলাচলের রাস্তা রয়েছে সেখানে ট্রেন আসার সংকেত পেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তারপরও কেন এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ’