০৮ নভেম্বর, ২০২৪
রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজী পাড়া গ্রামের ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে ব্রাদার্স হিমাগারের কাছাকাছি পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক।
আহতকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আটকানো গেলোও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তারাগঞ্জ মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষে মোটরসাকেল চালক মারা গেছে ও আরেক আরোহী আহত হয়েছে। ইতোমধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।