০৮ নভেম্বর, ২০২৪
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বর্ণিত কর্মকর্তাদেরকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগে তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে শেবাচিম হাসপাতাল পরিচালক পদে বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এবং রমেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে দেশি অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে দেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।