০৮ নভেম্বর, ২০২৪
কক্সবাজারে রামু উপজেলার কাইম্যার ঘোনা এলাকায় অভিনব কায়দায় গাড়ির চেসিসের ভিতর ঢালাই করে লুকিয়ে ইয়াবা পাচারকালে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃত মো. আলম (৩৫) টেকনাফের হোয়াইক্যং কেরুনতলীর -সৈয়দ আলমের পুত্র।
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার মো. কামারুজ্জামান জানান, টেকনাফ হতে একটি পিকআপযোগে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজার শহরের দিকে আসার সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কাইম্যার ঘোনা এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের উপর চেক পোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। এসময় পিকআপ গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে পিকআপসহ (যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৮২,) একজন মাদক কারবারী’কে আটক করা হয়। গাড়ি তল্লাশী করে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলমকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।