হোয়াটসঅ্যাপে এলো স্ট্যাটাস রিমাইন্ডার ফিচার

০৮ নভেম্বর, ২০২৪

স্ট্যাটাস আপডেট রিমাইন্ডার নামে একটি নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার ব্যবহারকারীদের স্টেটাস আপডেটের বিষয়ে নোটিফিকেশন দেবে। কন্ট্যাক্টে থাকা যে কেউ স্ট্যাটাস আপডেট করলেই তার নোটিফিকেশন পাওয়া যাবে। 

সম্প্রতি মেটা এই ফিচারটি হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যানড্রয়েড ভার্সন ২.২৪.২২.২১ ভার্সনে চালু হয়েছে। এবার এটি আইওএস ২৪.২২.১০.৮০ বিটা ভার্সনের জন্যও রিলিজ করা হয়েছে। 

ওয়াবেটা ইনফোর এই নতুন ফিচারটির বিষয়ে একটি এক্স পোস্টে বিস্তারিত তথ্য জানিয়েছে।

নোটিফিকেশন সেটিংসে আসছে রিমাইন্ডার অপশন-
এই নতুন ফিচারের জন্য নোটিফিকেশন সেটিংসে একটি নতুন অপশন রিমাইন্ডার যুক্ত করা হয়েছে, যা টগল করে অন এবং অফ করা যাবে। রিমাইন্ডার অপশনটি চালু করলে ব্যবহারকারীরা সেই স্ট্যাটাস আপডেটের নোটিফিকেশন পাবেন, যেগুলো তারা আগে মিস করেছেন। ফলে ব্যবহারকারীরা তাদের ফেভারিট কন্টাক্টদের স্ট্যাটাস আপডেট আর মিস করবেন না।

নিয়ন্ত্রণ করা যাবে না নোটিফিকেশনের ফ্রিকোয়েন্সি-
এই ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ব্যবহারকারীদের বারবার বিরক্ত না করে। 
ওয়াবেটা ইনফো জানিয়েছে,  এই রিমাইন্ডার নোটিফিকেশনের ফ্রিকোয়েন্সি ব্যবহারকারীরা নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাছাড়া নির্দিষ্ট কিছু কন্টাক্টের জন্য আলাদা স্ট্যাটাস রিমাইন্ডার সেট করার অপশনও নেই। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের তাদের বেশি কথোপকথন হওয়া কন্টাক্টদের স্টেটাস আপডেটের রিমাইন্ডার দেবে।

প্রাইভেসি রক্ষায় থাকবে বিশেষ ব্যবস্থা-
প্রাইভেসি নিয়েও হোয়াটসঅ্যাপ এই ফিচারে বিশেষ নজর দিয়েছে। রিমাইন্ডার ফিচারটি চালু করলে ব্যবহারকারীদের কন্টাক্টরা জানতে পারবেন না যে, তারা এই ফিচারটি ইন্যাবল করেছেন। উল্লেখ্য, এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং যারা এটি ব্যবহার করতে চান তাদেরকেই সেটিংসে গিয়ে একটিভ করতে হবে। বিটা টেস্টিং সফলভাবে শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপ এই ফিচারের স্টেবল ভার্সনটি সকল ব্যবহারকারীর জন্য উপলব্ধ করবে। এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।