১০ নভেম্বর, ২০২৪
মরুভূমির দেশ সৌদি আরবে তুষারপাতের ঘটনা ঘটেছে। বিরল এই ঘটনায় নড়েচড়ে বসেছেন দেশটির আবহাওয়াবিদরা। সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের আল-জউফ এবং তাবুক অঞ্চলে এমনই এক অপ্রত্যাশিত আবহাওয়ার চিত্র দেখা গেছে। এই অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে এবং পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাত ও শিলা বৃষ্টি দেখা গেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া গত কয়েকদিন ধরে দেশের মানুষকে অবাক করে দিয়েছে।
জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এর আগে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে তুষারপাতের ঘটনা ঘটেছিল। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনার সৃষ্টি হচ্ছে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।