১২ নভেম্বর, ২০২৪
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্প্রতি বিশ্বব্যাপী কৌশলগত গুরুত্ব সম্পন্ন ৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার নির্মাণ প্রকল্প, 'গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম' বা জিসিএপি (GCAP)-এর জন্য সবুজ সংকেত দিয়েছেন। প্রকল্পটি যৌথভাবে জি-৭ সদস্য দেশ যুক্তরাজ্য, ইতালি ও জাপানের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার ও তার মন্ত্রিসভা প্রকল্পটির অনুমোদন দিয়েছেন, এবং আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।
এই উদ্যোগ রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মোকাবেলায় গৃহীত হয়েছে।
জিসিএপি প্রকল্পটি যুক্তরাজ্য ও ইতালির 'টেম্পেস্ট প্রকল্প' এবং জাপানের 'এফ-এক্স প্রোগ্রাম'কে একত্রিত করবে। ইতোমধ্যে যুক্তরাজ্য টেম্পেস্ট প্রকল্পে প্রাথমিকভাবে ২ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে।
গত বছর ডিসেম্বরে ইতালি, জাপান ও যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে, যুক্তরাজ্যের লেবার পার্টির 'স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ' (SDR)-এর কারণে দেশের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল।কিন্তু প্রধানমন্ত্রী স্টারমারের অনুমোদনের মাধ্যমে সেই সংশয় কেটে গেছে।
প্রকল্পের সুনির্দিষ্ট ব্যয় এখনও জানা যায়নি, তবে ২০৩৫ সালের মধ্যে স্টেলথ ফাইটার নির্মাণ ও কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি পরিচালনায় যুক্ত রয়েছে ব্রিটিশ বিমান নির্মাতা BAE সিস্টেমস, ইঞ্জিন নির্মাতা রোলস-রয়েস, ইতালির লিওনার্দো এরোস্পেস ও জাপানের মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ।
তিন দেশের চুক্তি অনুযায়ী, যৌথ জিসিএপি সরকারের সদর দপ্তর যুক্তরাজ্যে স্থাপন করা হবে।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাজ্য গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের গর্বিত অংশীদার এবং আমাদের জাপান ও ইতালির সহযোগীদের সঙ্গে মিলে আমরা ২০৩৫ সালের জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
যদি নির্ধারিত সময়সীমায় প্রতিশ্রুতি পূরণ হয়, তাহলে জিসিএপি প্রকল্পের ৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২১ রেইডার বোমার পরে বিশ্বের দ্বিতীয় এমন যুদ্ধবিমান হবে।
বি-২১ রেইডার বোমারটি ৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ প্রযুক্তি, উন্নত নেটওয়ার্কিং সুবিধা এবং ওপেন সিস্টেম আর্কিটেকচারের জন্য পরিচিত। এটি এমন উপাদান দিয়ে তৈরি যা শত্রুর এলাকা প্রবেশাধিকার ও প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলা করতে সক্ষম।