২০ নভেম্বর, ২০২৪
লিওনেল মেসি সেরা নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? গত ১৫ বছরে ওঠা ফুটবলের সবচেয়ে কঠিন আর দুরূহ প্রশ্ন হয়তো এটাই। যার উত্তরে এককভাবে কাউরে খুঁজে নেয়া বড় সাহসের কাজ। মেসিকে খানিকটা এগিয়ে রাখলেও রোনালদোকে পিছিয়েছ রাখার সাহস করতে পারেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
মেসি ও রোনালদো যদিও দু’জনেই ক্যারিয়ারের শেষ সময়ে চলে এসেছেন। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে দু’জন খেলছেন ভিন্ন মহাদেশের ক্লাবে। তবু তাদের নিয়ে শ্রেষ্ঠত্বের বিতর্ক এখনো শেষ হয়নি। কে সেরা? উত্তর মেলেনি এই প্রশ্নের।
সেই বিতর্ক স্পর্শ করতে চেয়েছিল ডি মারিয়াকেও। তার কাছে প্রশ্ন ছিল সেরার সেরাকে বেছে নিতে। পরিপক্ব ডি মারিয়া বেশ দারুণভাবেই সেই বিতর্ক পাশ কাটিয়েছেন, কৌশলী উত্তর খুঁজে নিয়েছেন। দু’জনকে মেপেছেন দু’পাল্লাতে।
মেসি সেরা হোন বা রোনালদো; এক দিক থেকে পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান ফুটবলার ডি মারিয়া। এই দু’জনের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন তিনি। দু’জনের সাথে মিলে জিতেছেন জাতীয় দল ও ক্লাবের হয়ে অনেক শিরোপা।
যদিও সেসব এখন শুধুই অতীত। ডি মারিয়া-রোনালদো জুটি ভেঙেছে বহু আগে। আর চলতি বছর জাতীয় দলকেও বিদায় জানিয়ে দিয়েছেন এই আর্জেন্টিনাইন। এবার তিনি মুখ খুললেন তার কাছে মেসি-রোনালদোর মাঝে কে সেরা? প্রশ্ন নিয়ে।
সম্প্রতি আর্জেন্টাইন দৈনিক লা নাসিওনকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘আমি সবসময় একই কথা বলে এসেছি যে তারা ইতিহাসের সেরা দুই ফুটবলার। কিন্তু এটা স্পষ্ট যে এখন পর্যন্ত লিও সেরা। শুধু আটটি ব্যালন ডি’অর জিতেছে বলে নয়, সব দিক থেকেই।’
তবে এরপরই রোনালদোকে নিয়ে বলতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানোর ব্যাপারটা হলো, তাকে কঠিন পরিশ্রম করে সব অর্জন করতে হয়েছে। ওকে জিমে যেতে হয়, অনেক অনুশীলন করতে হয় ও সে সবসময় আরো বেশি চায়।’
ডি মারিয়া যোগ করেন, ‘কিন্তু মেসির ব্যাপারটা সৃষ্টিকর্তা প্রদত্ত। সেরা হওয়ার জন্য ওকে কিছুই করতে হয় না। ওকে দেখে মনে হয় যেন সে বন্ধুদের সাথে খেলছে। এ কারণেই দু’জনের মধ্যে এত পার্থক্য। লিওকে কারো সাথে তুলনা করা যায় না।’