২১ নভেম্বর, ২০২৪
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ে ঘটনায় এবার প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ভুক্তভোগী ১২ শিক্ষার্থী পৃথকভাবে র্যাগিংয়ে অভিযুক্ত ৯ শিক্ষার্থীর শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ভুক্তভোগীদের র্যাগিং করে আসছিল। তারা ভুক্তভোগীদেরকে নীল সিনেমার তারকা সাজিয়ে অভিনয় করতে বাধ্য করা, অশ্লীল অঙ্গভঙ্গি, বিভিন্নভাবে হুমকি প্রদানসহ নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে।
এর আগে সোমবার মধ্যরাতে র্যাগিংয়ের অভিযোগের অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে আটক করে ক্যাম্পাসস্থ থানায় সোপর্দ করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় একজন ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করলে তাদেরকে কুষ্টিয়া আদালতে প্রেরণ করে পুলিশ। বুধবার কুষ্টিয়ার জেলা দায়রা জজ আদালত থেকে তারা জামিনে মুক্তি পান। দন্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় করা এই মামলায় ওই পাঁচজন ছাড়া আরও চারজনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে লালন শাহ হল প্রশাসন। কমিটিকে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি আহ্বায়ক ও লালন শাহ হলের প্রভোস্ট ড. আকতার হোসেন বলেন, আজ আমরা মোটামুটি কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এ বিষয়ে শনিবার সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসবো। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। শনিবার ছাত্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বসবো।