যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে

২১ নভেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন আটকে থাকা যানবাহনগুলোর চালক-সহকারী ও যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এরপর থেকে গাড়ির জট লেগে যায় মহাসড়কটিতে। পরে আস্তে আস্তে সড়কের গজারিয়া অংশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ যানজটের কারণে মহাসড়ক অনেকটা স্থবির হয়ে আছে। গাড়ির চালকরা স্টার্ট বন্ধ করে বসে আছেন। যারা কাছের যাত্রী তাদের অনেককে গাড়ি থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে এই সংখ্যাটা অনেক কম।

ঢাকাগামী একটি ট্রাকের চালক মো. ফারুক হোসেন জানান, প্রায় এক ঘণ্টা ধরে জ্যামে আটকা পড়ে আছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে এসে বসে আছি গাড়ি এগোছেই না। কখন ঢাকা পৌঁছাব পার্টি বার বার ফোন করে জিজ্ঞেস করছে। কিন্তু কখন যে পৌঁছাব তা জানি না।

 

সিগনেচার ট্রাভেলসের এক যাত্রী বলেন, দেড় ঘণ্টারও বেশি সময়ে ধরে গাড়ি এক জায়গায় আটকে আছে। এই সময়ে গাড়ি মনে হয় ১০০ গজও পার হতে পারিনি। অতিষ্ঠ হয়ে অনেকে গাড়ি থেকে নেমে পড়েছেন।

এশিয়া লাইন গাড়ির যাত্রী শরিফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘ঢাকায় অফিস করবো বলে খুব সকালে বাসে উঠি। কিন্তু দেড় ঘণ্টারও বেশি সময় গাড়ি জ্যামে আটকে আছে। অফিসে তো ঠিক সময়ে যেতে পারবই না, কত সময় পর গাড়ি থামবে সেই টেনশনে আছি। আর দুর্ভোগ তো আছেই।’

 

জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির ঢাকা মেইলকে বলেন, সকাল সাতটার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতাবোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চালানো হচ্ছে। দুপুরের মধ্যেই যানজট নিরসন করা সম্ভব হবে বলে আশা করছি।