কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

২৭ অক্টোবর, ২০২১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১ টার দিকে  কুষ্টিয়ার ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি নিবারক দল অভিযানটি পরিচালনা করেন।

কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ জানান, সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে একটি মহল লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানের মূসক চালানবিহীন বিড়ি পৌঁছে দিচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় আয়ান তারা বিড়ির মূসক চালান বিহীন নকল ব্যান্ডরোল যুক্ত এক লক্ষ ষাট হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ পনের হাজার দুইশত টাকা।

জব্দকৃত বিড়ি ভেড়ামারা কাস্টমস অফিস এর গোডাউনে জমা রাখা হয়েছে। মূসক আইন-২০১২ অনুযায়ী  জব্দক্রত পণ্যের ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।